বিদ্যুৎ না কিনেও ২৫ বছর ধরে নাকি ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে হবে। সরকারকে বুঝতে হবে এটা কোন স্বাভাবিক বা নিয়মতান্ত্রিক সরকার নয় যে পূর্বের সরকারের রেখে যাওয়া চুক্তি চালিয়ে যেতে হবে, পূর্বের সরকারের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। বরং নিয়ম ভেঙে, সংবিধান অমান্য করে জুলাইয়ের যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের ফলাফল বা Consequence হিসেবেই তো ইন্টারিম সরকার বসেছে। সেখানে শেখ হাসিনার চুক্তির দায় কেন এই সরকার নিবে যেটার সাথে দেশের মানুষের স্বার্থ ছিলো না? যে চুক্তি করেছে তাকে জনগণ দেশছাড়া করেছে, দ্বিতীয়ত এই চুক্তির পক্ষে দেশের মানুষ নেই; চুক্তি বানচাল করার জন্য এই চেয়ে বড় আর কি কারণ লাগবে আপনাদের? নতজানু হয়ে একটা চুক্তি মানতে গিয়ে আরও দশটা চুক্তি মানতে বাধ্য হবেন আপনারা। মেরুদণ্ড সোজা রেখে একটা চুক্তি থেকে বেরিয়ে আসেন, পরবর্তী দশটা চুক্তি মেরুদণ্ড সোজা রেখেই বাস্তবায়ন করতে পারবেন
বিদ্যুৎ না কিনেও ২৫ বছর ধরে নাকি ক্যাপাসিটি চার্জ দিয়ে যেতে হবে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়