১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকেই আবেদন

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ৩ জনের বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে মামলার দাবি জানিয়ে আবেদন করেছে এক আইনজীবী।

সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবরে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।

আবেদনে বলা হয়, বিশ্বস্থসূত্রে জানা গেছে ড. ইকবাল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে। তার আপন দুই ভাই বকুল মাহমুদ ও মকুল মাহমুদ মেসার্স মাহমুদ অ্যান্ড কোম্পানির নামে ড. ইকবাল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করে; যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে।

এসব ব্যক্তিদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের অুনসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে এ আবেদন করা হয়।

সর্বশেষ নিউজ