২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

স্বৈরাচার সরকারের অপকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিদের বিচারের আওতায় আনার জন্য প্রায় সবার বিরুদ্ধেই  মামলা হচ্ছে। এদের মধ্যে অনেকেই গুম খুন এর মত মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলো।

এর‌ই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এবার মামলা হলো। তার বিরুদ্ধে আগে থেকেই অসংখ্য অভিযোগ ছিলো। আইনগতভাবে অসংখ্য মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

বিগত সরকারের পতনের পর কিছু মন্ত্রী-এমপিদের কাউকে কাউকে ধরা গেলেও এখনো অনেকেই পলাতক আছে। অবশেষে অনেক দিন পলাতক থাকা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হলেন। তাকে গ্রেপ্তার করার কথাটি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান,আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রীসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরমধ্যে অবশেষে সাবেক কৃষিমন্ত্রীর গ্রেপ্তারের কথা জানালেন পুলিশ।

এর আগে মন্ত্রী থাকা অবস্থায় আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতের নেতাকর্মীদের কীভাবে শেষ করা হয়েছে- এমন একটি বক্তব্য দিয়ে ওইদিনের নারকীয় ঘটনা সামনে আনেন।

(এএ/ফারহানা সুমনা)

সর্বশেষ নিউজ