১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনতে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ। 

নিজস্ব প্রতিবেদক 
spot_img
spot_img

বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স লি জুনহুয়ার দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি আলোচিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা সরকারের একটি শীর্ষ অগ্রাধিকার বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া  পররাষ্ট্র সচিব কর ফাঁকি ও অবৈধ আর্থিক প্রবাহ রোধে জাতিসংঘ থেকে সহযোগিতারও  আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র সচিব জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী, অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত  চলমান সংস্কার কর্মসূচি সম্পর্কে আন্ডার-সেক্রেটারি-জেনারেলকে অবহিত করেন।

এই সংস্কার কার্যক্রমগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য, জাতিসংঘ ও বাংলাদেশের পাঁচ দশকের সম্পর্কের ভিত্তিতে, বিশেষত জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে,

জাতিসংঘ কর্তৃক প্রযুক্তি ও নীতিগত সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র সচিব।

বিগত সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচারের কারনে বাংলাদেশের অর্থনৈতিক খাতে যে স্থবিরতার সৃষ্টি হয়েছে, তা দূর করার জন্য পাচারকৃত অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো বিকল্প পথ নেই বলে জানিয়েছেন বিশষ্ট জনেরা।

(এএ/ফারহানা সুমনা)

সর্বশেষ নিউজ