৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

ওবায়দুল কাদের-জাফর ইকবালসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রথমদিনেই আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অধ্যাপক জাফর ইকবাল এবং এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনালের বিচারকরা।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে এ আবেদন করেন। পরে ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাফর ইকবাল এবং সাবেক বিচারপতি শামসুজ্জামান চৌধুরী মানিক বাদে এই তালিকায় আর কারও নাম বলেননি চিফ প্রসিকিউটর।

সর্বশেষ নিউজ