চাকরি ফিরে পাচ্ছেন না দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দিন। বিনা নোটিশে অপসারণ সংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালা আপিল বিভাগে বহাল থাকায় আর চাকরিতে ফিরতে পারবেন না তিনি।
এর আগে কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়া দুর্নীতি দমন কমিশনের কর্মচারীকে অপসারণ করা সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ।