৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

কেন্দ্র ভিত্তিক ফলাফল চান বিদ্রোহী প্রার্থী কাজী মিজান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভোটের পরিবেশ নিয়ে সন্তষ্টি প্রকাশ করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টায় দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ৫/৬ দিন থেকে নৌকার প্রার্থীসহ অনেকেই ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। আমার কর্মী সমর্থকদের ওপর হামলা করা হয়েছে অনেকবার। এছাড়া ভোটের দিনও ভোট কেন্দ্রে আসতে ভোটারদেরকে বাঁধা দেওয়া হয়েছে। কয়েকবার ককটেল ফাটিয়ে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করা হয়েছিল।

ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, কেন্দ্রের বাইরে কিছু ঝামেলা ছাড়া মানুষ সুন্দরভাবেই ভোট দিয়েছে। ভোটের এমন পরিবেশে আমি সন্তুষ্ট।

আইনশৃক্ষলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে কাজী মিজান বলেন, ভোটের পরিবেশ ঠিক রাখতে গত কয়েক আইনশৃক্ষলা বাহিনী অনেক তৎপর ছিল। তারা অনেক পরিশ্রম করেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

ভোটগ্রহন শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার দাবি করে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রের ফলাফল গণনার পর তা কেন্দ্রভিত্তিক প্রকাশ করতে হবে। না হলে এই ফলাফলে পরিবর্তন করে ফেলার ষড়যন্ত্র হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ নিউজ