১০ নভেম্বর ২০২৪, রোববার

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
spot_img
spot_img

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান বিরোধী দল বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাসহ মাঠপর্যায়ের সাধারণ নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা করা হয়।বাদ পরেনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের  নামও।

ববর্তমান সরকারের  কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে এটি শহর ঘুরে জেলা প্রশাসক চত্ত্বরে সমাবেশ করে। এতে জেলা সদর ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল ইসলাম সৈকতসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং খালেদা জিয়াকে মুক্তি না দিলে কুড়িগ্রাম থেকে আন্দোলনের ডাক দেয়া হবে।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে। না হলে বিএনপি বসে থাকবে না।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ৭১ এ দেশ স্বাধীন হয়েছে, ৭৪ এ গান গাইতে হয়েছে আমরা স্বাধীন হয়েছি মুক্ত হতে পারলাম না, ২৪ এসে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কিন্তু তার তিন মাস পর গাইতে হচ্ছে আমরা স্বাধীন হয়েছি কিন্তু মুক্ত হতে পারি নাই।

প্রয়োজনে আমরাও আবু সাঈদ হবো। তবু আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কে দেশে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

এ সময় তারেক রহমানের নামে সকল রাজনৈতিক মামলা ও অন্যায় সাজা বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, দ্রুত মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আনার ব্যবস্থা না করা হলে কুড়িগ্রামের সমাবেশ থেকে সারাদেশের বিএনপির নেতাকর্মীদের জানাতে চাই। আপনারা সবাই আন্দোলনে নামুন।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকার বরাবর স্মারকলিপি প্রদান করে বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য বিগত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ  সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ৮০টি মামলা করা হয়।এ মামলাগুলো বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

সর্বশেষ নিউজ