ফারজানা ববি। একজন লেখক। তিনি এক পোষ্টে লিখেছেন, রোজই আনফ্রেন্ড করি। হয়তো ১/২ জন বা কোনোদিন একজনও না। এই যেমন হুড়হুড় করে ৫০ জনের রিকোয়েস্ট গ্রহণ করলাম। এখন এই ৫০টা সিট তো খালি থাকা চাই।
যাদের আমাকে নিয়ে মাথাব্যথা নেই, আমার সাফল্যে, দুঃখে যারা নির্লিপ্ত- আমার দিক থেকেও যাদের জন্য একই কথা, লিস্টে থেকেও যারা পরিচিত হয়ে উঠতে পারেননি বা আমি পরিচিত হতে পারিনি বা একেবারে সম্পর্কহীন- তাদের লিস্টে রেখে দুই পক্ষেরই লিস্ট ভারী করা ছাড়া আর লাভ নাই।
আমিও আপনার ক্ষেত্রে এমন ‘অকেজো’ হয়ে থাকলে আপনিও আমাকে আনফ্রেন্ড করে কাজটা সহজ করে দিতে পারেন।
পুনশ্চ: কোনো দরকারে নক দিতে হলে চৌদ্দগোষ্ঠীর খবর নেয়ার সৌজন্য দেখানোর দরকার নাই। সরাসরি কাজের আলাপ করবেন। হাই/হ্যালো ছাড়া পারলে আরও ভালো।