৩৩৯ রানের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। তবে পাওয়ার প্লে শেষে প্রথম উইকেট হারানোর পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আইরিশ ব্যাটিং লাইন। তাতে আইরিশ ইনিংসের মাঝপথেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ২৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান। ব্যাটারদের মধ্যে একমাত্র অবশিষ্ট আছেন জর্জ ডকরেল। তাকে সঙ্গ দিচ্ছেন মার্ক অ্যাডায়ার। জয় পেতে সফরকারীদের দরকার ২৪ ওভারে ২২১ রান।
আইরিশ ইনিংসের ২৭ তম ওভারে জোড়া উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ। ওভারের পঞ্চম বলে ডিলানিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পর পরের বলেই ম্যাকব্রাইন হন কট বিহাইন্ড। নিজের আগের ওভারেও ব্রেক থ্রু এনে দিয়েছিলেন নাসুম। ১৬ রান করা কার্টিস ক্যাম্ফারকে এলবিডব্লিউ করেন তিনি।
এর আগে বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। আইরিশ শিবিরে প্রথম আঘাতটা হানেন সাকিব আল হাসান।
প্রথম উইকেট হারানোর পর হুট করেই ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইন। ইবাদতের বলে মুশফিকুর রহিম দুর্দান্ত এক ক্যাচে ফেরান পল স্টার্লিংকে।
ইবাদতের পরের ওভারে আবারও উইকেট। এবার আইরিশ টপ অর্ডার ব্যাটার হ্যারি টেক্টরকে সুইংয়ে পরাস্ত করেন তিনি। আর প্রথম স্পেলের পর ১৬তম ওভারে বোলিংয়ে এসেই আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নিকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে আবারও তাসকিনের চমক। এবার ডানহাতি পেসারের বাউন্সার খেলতে গিয়ে স্লিপে কাটা পড়েন লরকান টাকার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৮ মার্চ) টস হেরে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ভালো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। সেঞ্চুরির কাছে গিয়ে দুজনেই আউট হয়েছেন নব্বইয়ের ঘরে। মুশফিকুর রহিম খেলেছেন দুর্দান্ত ক্যামিও ইনিংস। তাতে ৩৩৮ রানে থামে বাংলাদেশ।