ক্রিকইনফোর একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ।এবার ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন। ভিন্ন ক্যাটাগরিতে সেরা হয়েছেন দেশের এই দুই ক্রিকেটার। ২০২২ সালে বাংলাদেশের শুরুটা হয়েছিল অনন্য এক ইতিহাস গড়ে।
্নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ঐ বছরেই নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট ক্রিকেট জেতে বাংলাদেশ টিম। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার মাটিতে জে্তে ওয়ানডে সিরিজ।গেল বছর ঘরের মাঠে ভারতকেও ওয়ানডে সিরিজে হারায় টাইগাররা। ফলে ২০২২ সালের সেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। এবাদত জিতেছেন সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার।আর সেই পারফরম্যান্সের উপর ভিত্তি করেই দুইজন জিতলেন ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো পুরস্কার।