৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

আ.লীগের কার্যালয় ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পাহারা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে রাজধানীতে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে সদ্য ক্ষমতাচ্যুত দলটির কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টের পাশাপাশি আওয়ামী লীগের কার্যালয়ও পাহারা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে তাদের অবস্থান দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন সেখানে।

পূর্ব ঘোষিত এ কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যান্য দিনের তুলনায় পুলিশের সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে।

এর আগে, গতকাল শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

এ কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন। রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে দুজনকে মারধরের পর দেওয়া হয় পুলিশে।

এদিকে রোববার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন।

সর্বশেষ নিউজ