৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

বঙ্গভবনে শেখ মুজিবের ছবি নামানো উচিত হয়নি- রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, “১৯৭৫ সালের ১৫ই অগাস্টের পর খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছিলেন।”

“আজকে আমি খবরে পড়েছি, বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন…সময় তো সবসময় একরকম যায় না। ইতিহাসে যার যতটুকু অবদান আছে, সেটা থাক। আমরা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, দুঃশাসন দেখেছি। তারপরও তো সে ছিল। তার ছবিটা ছিল।”

“আমি মনে করি, তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি,” তিনি যোগ করেন।

বিএনপি নেতা মি. রিজভী আরো বলেন, “আমাদের জাতীয় জীবনে, জাতীয় ইতিহাসের আন্দোলনে তার কতটুকু অবদান, সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই। আমরা ছোট মনের না। সেজন্যই বলছি, শেখ মুজিবের ছবি নামানো উচিত হয়নি।

সর্বশেষ নিউজ