৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ধামরাইয়ে সামান্য বৃষ্টিতেই রাস্তা বেহাল

মাহবুবুল আলম রিপন, ধামরাই
spot_img

ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টায় বৃষ্টি শুরু হয়। এর পরেই বিভিন্ন সড়কে অস্বাভাবিক কাদা জমে যাওয়ায় আটকে পড়ছিল গাড়ির চাকা। ফলে কার্যত বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। চরম দুর্ভোগের শিকার হন মানুষ।

ইট ভাটার মাটির গাড়ি চলার কারণে রাস্তায় কাঁদা জমে গেছে বলে জানিয়ে স্থানীয়রা বলছেন, এ কারণেই রাস্তায় ভ্যান ট্র্যাক অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারছে না।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক রাজন বলেন, রবিবার দুপুরে বৃষ্টি হলে কাওলিপাড়া হতে বালিয়া যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এর প্রদান করার করাণ হলো ধামরাই উপজেলা জুড়ে ২ শতাধিক বৈধ-অবৈধ ইট ভাটা গড়ে ওঠার কারণে ইট ভাটার মাটি আনার ফলে মাটিগুলো রাস্তায় পড়ে সামান্য বৃষ্টিতে কাঁদা জমে। ফলে এই রাস্তায় চলাচল করতে পারছে না যানবাহন। এতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ দুর্ভোগ লাঘবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন আমিও এই ভোগান্তির শিকার। খুব দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে ধামরাইবাসীকে এমন ভোগান্তির শিকার না হতে হয়।

সর্বশেষ নিউজ