জাতীয় দল থেকে অনেক আগে বাদ পড়লেও বাংলাদেশ ক্রিকেটে আলোচনায় রয়েছেন ইমরুল কায়েস। দেশের প্রথম আইসিসি স্বীকৃত ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান (এমকেএস স্পোর্টস) তৈরি করেছেন তিনি। যার ফলে অনেক প্রশংসা কুঁড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এবার অজি কিংবদন্তি ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ায় ক্রিকেট একাডেমি তৈরি করছেন ইমরুল।
গতকাল (বুধবার) টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়া কথা জানান তিনি। এরপর দেশের বেসরকারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ায় ক্রিকেট একাডেমি তৈরি কথা জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ইমরুল বলেন, অনেক বড় বড় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমি এবং শেন ওয়াটসন একটি একাডেমী তৈরি করার চেষ্টা করছি। ও সেখানে যুক্ত থাকবে সব মিলিয়ে আমি মনে করি ভালো একটি উদ্যোগ হবে এটি।
তার ইচ্ছে ক্রিকেট ছাড়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নিতে। এজন্য অস্ট্রেলিয়া লেভেল থ্রি প্রশিক্ষণ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। গত বেশ কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়াতে নিয়মিত যাতায়াত করছেন এই বাঁহাতি ব্যাটার। দুই বছর আগে সেখানকার স্থায়ী বাসিন্দাও হয়ে গেছেন তিনি।
এ প্রসঙ্গে ইমরুল বলেন, আমি ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় স্থায়ী। আমি দুই বছর ধরে সেখানকার রেসিডেন্ট। আমি আসা যাওয়ার মধ্যেই থাকি। ক্রিকেট ছাড়ার পর সেখানেই বেশি থাকার পরিকল্পনা রয়েছে। আমি সেভাবেই পরিকল্পনা করছি।
ক্যারিয়ার শেষে অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়ার পরিকল্পনা থাকলেও দেশের ডাকে সবসময় সাড়া দিতে প্রস্তুত এই ওপেনার। তিনি বলেন, দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, দেশের ক্রিকেট আমাকে অনেক সম্মান দিয়েছে। আমি দেশের ক্রিকেটের প্রতি ঋণী। আমি যদি কখনও দেশের ক্রিকেটকে কিছু দিতে পারি তাহলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করব।
‘আমি ক্রিকেটিং ক্যারিয়ারে যতটা পারিনি। অন্য জায়গায়, হয়তবা কোচিং পেশায় এসে আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমি অস্ট্রেলিয়ায় যাবো এজন্য সেখানে আমি লেভেল থ্রী (কোচিং প্রশিক্ষণ) করব। ভালো অ্যাকাডেমীর অধীনেই আমি অনুশীলন করাব।