ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার দরদ চলচ্চিত্রটি। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন।
বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস,কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে নির্মিত হয় সিনেমাটি।
সিনেমায় সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান।এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার প্রথম সর্ব ভারতীয় চলচ্চিত্র ।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’ শুক্রবার (১৫ নভেম্বর) মুক্তি পেয়েছে বাংলাদেশে।
প্যান ইন্ডিয়ার এই সিনেমাটি শুধু বাংলাদেশই নয়, মুক্তি পেয়েছে বিশ্বের প্রায় ২০ টি দেশের ৪০০ প্রেক্ষাগৃহে।
তবে ভারতে এখনো মুক্তি পায়নি সিনেমাটি। কেন ভারতে ‘দরদ’ মুক্তি পায়নি সে বিষয়ে কথা বলেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।
‘দরদ’ সিনেমা মুক্তিকে কেন্দ্র করে নিয়মিত বিভিন্ন প্রেক্ষাগৃহে যাচ্ছেন নির্মাতা। তাই সিনেমাটি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন এই নির্মাতা।
প্যান ইন্ডিয়ান সিনেমা হয়েও কেন শাকিব খানের ‘দরদ’ ভারতে মুক্তি পায়নি— এ প্রসঙ্গে নির্মাতা বলেন, বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পরে দরদ ভারতে মুক্তি পাবে। এর কারণ মূলত পাইরেসি।
বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য জায়গায় বাংলা, হিন্দি ও তামিলে দরদ মুক্তি পেয়েছে। কেবল একটা দেশেই মুক্তি পায়নি এটা বড় কোনো বিষয় নয়।
ভারতে সিনেমাটি মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, ভারতের বাজারে সিনেমাটি বাংলাদেশের সঙ্গে মুক্তি না পেলেও প্রচারণা চলছে ঠিকই।
কিছু দিন আগেই দরদের প্রচারণায় একসঙ্গে ভারতে ব্যস্ত সময় কাটিয়েছেন শাকিব খান এবং অনন্য মানুন।
প্রচারণার পরেও সিনেমাটি দেরিতে মুক্তির পেছনে কারণ বলতে গিয়ে নির্মাতা আরও বলেন, আমাদের মনে রাখতে হবে এখন সিনেমার বাজার অনেক বড় হচ্ছে। তবে এখনো আমাদের দেশের মানুষের হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস হয়নি।
বাংলাদেশের অনেক মানুষ নতুন সিনেমার পাইরেসি আসার অপেক্ষায় থাকেন এ বিষয়ে অনন্য মামুন বলেন, অনেকেই অপেক্ষায় থাকেন পাইরেসি আসার জন্য। আর এই বিষয়টা চিন্তা করেই আমরা সিনেমাটা ভারতে দেরিতে মুক্তি দিবো। ভারতের সিনেমার মার্কেট অনেক বড়। তারা মানুষ নিয়মিত সিনেমা দেখতে যায়, এমনকি তারা মধ্যে রাতেও সিনেমা দেখে। তাই ভারতের সঙ্গে আমাদের সিনেমার বাজারের তুলনা করা যাবে না।
দরদ মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে নির্মাতা বলেন, কোনো উৎসব ছাড়াই দরদ মুক্তি পেল। কিন্তু আমরা উৎসবের আমেজ পাচ্ছি।
সিনেমাটার গল্পটা অনেক ভালো এই ধরনের গল্প আমাদের দেশে নতুন। সব মিলিয়ে আমরা দর্শকের কাছ থেকে দারুণ সারা পাচ্ছি।
রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদ-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই দরদ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
(এএ/ফারহানা সুমনা)