লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এই হামলা হয়েছে। খবর আলজাজিরার।
লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি চিয়ায় শহরের আশপাশে ‘শত্রু বিমানের’ বিমান হামলার সময় উপরে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এমন ছবি দেখানো হয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বৈরুতে আইডিএফ-এর সর্বশেষ উচ্ছেদ নির্শেদনার পর লেবানিজ মিডিয়ায় ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আইডিএফ বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তার আগে আইডিএফ জানায়, তারা কিছুক্ষণ আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ অবকাঠামোর বিরুদ্ধে আরেকটি বিমান হামলা সম্পন্ন করেছে। হামলার আগে আইডিএফ হিজবুল্লাহর ব্যবহৃত ভবনের আশপাশের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্শেদনা দেয় বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে অন্তত ১২ জন প্যারামেডিক নিহত হন। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস নিন্দা জানিয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) এক্সে দেয়া এক বার্তায় ডব্লিউএইচও প্রধান জানান, লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। ওই হামলায় ওই কেন্দ্রটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই হামলার নিন্দা জানাই।
ডব্লিউএইচওর প্রধান লিখেছেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবখানেই এটা বন্ধ করতে হবে।