একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে।’
শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি কথা আমরা স্পষ্ট করে বলতে চাই— বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সমাজের। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে।
তিনি বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক যে সমস্যাগুলো আছে। সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আমি আশা করবো— নির্বাচন ব্যবস্থা, নির্বাচনকেন্দ্রিক প্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা; এগুলো সংস্কার করে আমাদের অতিদ্রুত নির্বাচনে যাওয়াটা হবে এ দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর।’
বিএনপির মহাসচিব বলেন, একটা কঠিন সময় পার করছি আমরা। এই সময়টা সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। আমদের বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এবং সফলতা অর্জন করতে হবে।
নেতাকর্মী উদ্দেশ মির্জা ফখরুল বলেন, আগামীর সরকার আপনাদের তৈরি করতে হবে। আগামীর সরকার হবে জাতীয়তাবাদী; তারেক রহমানের সরকার তৈরি হবে। সেখানে আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি, নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
এসময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল কবীর আকন্দ প্রমুখ।