২ ডিসেম্বর ২০২৪, সোমবার

গবেষণা-প্রবন্ধ রচনায় মাসে ৩০ হাজার টাকা বৃত্তি দেবে বাংলা একাডেমি

ফারহানা সুমনা
spot_img
spot_img

্গবেষণায় আগ্রহীদের জন্য  বাংলা একাডেমি এক বছর মেয়াদি বৃত্তি প্রদানের ব্যাবস্থা করেছে। ১৬ নভেম্বর বৃত্তি প্রদান সংক্রান্ত এক বিজ্ঞপ্তিটির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গবেষণা-প্রবন্ধ  রচনায় মাসিক ২০ হাজার ও ৩০ হাজার টাকা হারে এক বছর বৃত্তি প্রদানের কথা উল্লেখ করা হয়।

গবেষণা-প্রবন্ধ রচনার জন্য ৫০ প্রাবন্ধিকের প্রত্যেককে ২০ হাজার টাকা হারে বৃত্তি প্রদানকরা হবে। এছাড়া বিষয়ভিত্তিক গবেষণা সম্পাদনার জন্য ১০ জন গবেষকের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

১৫ ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের সরাসরি অথবা ইমেইলে নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

গবেষণা-প্রবন্ধ বৃত্তি:
গবেষণা-প্রবন্ধ রচনার জন্য ৫০ জন প্রাবন্ধিকের প্রত্যেককে ২০ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক প্রাবন্ধিকের জন্য একজন প্রবন্ধ-তত্ত্বাবধায়ক ও একজন সম্পাদক (কপি এডিটর) নিযুক্ত থাকবেন। বৃত্তিপ্রাপ্ত প্রাবন্ধিককে অনুমোদনের ৩ মাসের মধ্যে প্রবন্ধ চূড়ান্ত করতে হবে।

এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তি:বিষয়ভিত্তিক গবেষণা সম্পাদনার ক্ষেত্রে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক গবেষকের জন্য গবেষণাকালীন একজন গবেষণা-তত্ত্বাবধায়ক থাকবেন। এ ছাড়া গবেষণা-বৃত্তিপ্রাপ্ত গবেষককে গবেষণাকালীন ১টি গবেষণা-প্রবন্ধ প্রকাশ করতে হবে।  এক্ষেত্রে কিছু শর্তাবলি রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে

আবেদনকারীর যোগ্যতা, বয়স, লিঙ্গ ও গবেষণার বিষয় উন্মুক্ত। প্রবন্ধ ও গবেষণা বাংলা ভাষায় প্রণয়ন করতে হবে। সব ধরনের সম্মানি থেকে বিধি অনুযায়ী আয়কর কেটে নেয়া হবে।

কিভাবে আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে সে বিষয়ে বলা হয়েছে—ই-মেইল/ডাক/কুরিয়ার/সরাসরি আবেদনপত্রসহ প্রস্তাব জমা দেয়া যাবে।

এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তির ক্ষেত্রে বাংলা একাডেমির প্রদত্ত ছক অনুযায়ী আবেদন করতে হবে। গবেষণা-প্রবন্ধের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে সারসংক্ষেপ ও পদ্ধতির বিস্তারিত উল্লেখ থাকতে হবে;

আবেদনকারীকে আবেদনপত্র বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপপরিচালক, ঢাকা বরাবর জমা দিতে পারবেন। অথবা baresearchgrant@gmail.com ঠিকানায় ই-মেইল করতে পারবেন। আগামি ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

সর্বশেষ নিউজ