হ্যাঁ,বলছিলাম সোহাগী জাহান তনুর কথা।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ছিলেন তনু।
তনু হত্যাকাণ্ডের ৭ বছর পার হলেও শনাক্ত হয়নি খুনি, কিংবা উদঘাটন হয়নি হত্যার রহস্য । কুমিল্লা সেনানিবাস এলাকায় ২০১৬ সালের ২০ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু এর অন্তরালের রহস্য এখনো উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খ্লারক্ষাকারী বাহিনি।
সাত বছরে চারবার পুলিশের তদন্ত সংস্থা ও পাঁচবার তদন্ত কর্মকর্তা বদল হলেও খুনিরা চিহ্নিত হয়নি ।এতে ভেঙে পড়েছেন তনুর পরিবার ।
তাদের অভিযোগ- তদন্ত সংস্থা পরিবর্তন আর তদন্ত কর্মকর্তা পরিবর্তন ছাড়া কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না।
শুরুতে থানা পুলিশ, পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কলেজছাত্রী এবং নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে পাওয়া যায়। সেনানিবাসের ভেতরে একটি স্টাফ কোয়ার্টারে থাকতেন তনু। হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় ছাত্র পড়াতে গিয়েছিলেন তিনি। পরদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। ওই দিনই অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তনুর বাবা।