বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০১০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেবার শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। ১৪ বছর সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকেই জাতীয় দলের দ্বিতীয় অধ্যায় হচ্ছে দেশসেরা এই কোচের। তাই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেই আগের সেই স্মৃতি স্মরণ করেছেন সালাউদ্দিন।
শনিবার (১৬ নভেম্বর) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে সালাউদ্দিন বলেন, ১৪ বছর পর আমি আবার ওয়েস্ট ইন্ডিজে এলাম। এখান থেকে আমি কোচিং ক্যারিয়ার শুরু করেছিলাম।
চলতি মাসেই বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে সিরিজ শুরুর আগের দলের অভিজ্ঞতার বিষয়টি পরিষ্কার করেছেন সালাউদ্দিন।
তিনি বলেন, এবার যে স্কোয়াড আছে, মোটামুটি একটা অনভিজ্ঞ দল। তবে সবচেয়ে যেটা ভালো লাগছে যে, ছেলেরা খুব উজ্জীবিত ভালো খেলার জন্য। সবাই সাদা জার্সিটা পরতে চায়। সবার ওয়ার্ক এথিকস দেখে আমার ভালো লাগলো। এই জায়গায় আমার মনে হয় আমরা এগিয়ে আছি।
টেস্ট ক্রিকেটে কয়েকটি সিরিজে ভালো করলেও সেই ভাবে প্রভাব তৈরি করতে পারেনি বাংলাদেশ। তবে এবার টেস্ট ফরম্যাটে ভালো করার বড় স্বপ্ন দেখছেন সালাউদ্দিন। তার ভাষ্য, এই ছেলেদের স্বপ্নও বড়। তারা আরও উপরে উঠতে চায়। আশা করি, তারা খুব ভালো করবে। টেস্ট জাতি হিসেবে ভালো করব।
নিজেদের প্রস্তুতি নিয়ে টাইগারদের সিনিয়র সহকারী কোচ, আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিল। এখানে এসে আমরা দলের অনুশীলনে হালকা গেমস খেলেছি। পরদিন স্কিল অনুশীলন ছিল। সুযোগ-সুবিধা এখানে খুব ভালো। দলগতভাবে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।