১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

আরও ৯৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে আরও ৯৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আহত হয়েছেন ৬০ জন।

রোববার (১৮ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, উত্তর ও মধ্য গাজা উপত্যকায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এরমধ্যে উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ৭২ জন এবং মধ্য গাজায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৮৫০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজায় এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

সর্বশেষ নিউজ