রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হওয়ার কথা। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। যেকোনো মূল্যে আজও সড়ক ও রেলপথ অবরোধ করতে চান তারা।
তবে, শিক্ষার্থীদের আজকের এ কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করেছে পুলিশ ও সেনাবাহিনী। সকাল থেকেই তিতুমীর কলেজের ভেতরে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীরা যেকোনো কর্মসূচিই করতে পারে। তবে, সেটা কলেজের ভেতরেই করতে হবে। রাস্তা অবরোধ করলে যানজটে মানুষের ভোগান্তি হবে।
এর আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। তাছাড়া শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
বিকেল ৪টায় অবরোধ তুলে নেওয়ার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আবারও তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। একইসঙ্গে ক্লোজডাউন কর্মসূচি বা কলেজটির সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।