২ ডিসেম্বর ২০২৪, সোমবার

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক 
spot_img
spot_img

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ‌ও তারা এর অংশ হিসেবে সকাল থেকে সড়ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

এর আগে গতকাল সোমবার দিনভর কলেজের সামনে এবং মহাখালী-গুলশান সংযোগ সড়ক অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন করে বিক্ষোভ শুরু হয়।

সন্ধ্যার পর ছাত্রদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে গেলে বিকেল ৪টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যায় বলে জানা যায়।

তবে আলোচনা শেষে সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন প্রতিনিধি দলটি। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় মহাখালীতে অন্য শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।যানবাহন না থাকায় বহু মানুষ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে পাঁচ ঘণ্টা পর  অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম রোকেয়া সরণিতে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।আগারগাঁও ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে সংযোগ সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মহাখালী ফ্লাইওভার ও নিচের রাস্তা উভয়ই যান চলাচল বন্ধ থাকলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু ছিলো।

তারা আরও উল্লেখ করেছে, বিক্ষোভকারীরা সেসময় কেবলমাত্র রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স এবং সিএনজিচালিত অটোরিকশাগুলিকে যাওয়ার অনুমতি দেয়।

চার ঘণ্টার বেশি সময় ধরে রেল চলাচল ব্যাহত হয় অবরোধ চলাকালে মহাখালী দিয়ে কোনো ট্রেন যেতে দেখা যায়নি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বলেন”চার ঘণ্টারও বেশি সময় পর বিকেল ৪টা ১০ মিনিটে রেল চলাচল শুরু হয়। তবে অবরোধের কারণে ঢাকাগামী সব ট্রেন দেরিতে চলে যায়।”

এদিকে, ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ১১টার দিকে একদল শিক্ষার্থী উপকুল এক্সপ্রেসে হামলা চালিয়ে আন্তঃনগর ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে দেয়।

উল্লেখ্য কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সাম্প্রতিক মাসগুলোতে বারবার সড়ক অবরোধ করে আসছে।

( এএ/ ফারহানা সুমনা)

সর্বশেষ নিউজ