কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কার্যত অচল হয়ে পড়ে কক্সবাজার শহর।
দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলেও সড়ক থেকে সরেননি বিক্ষোভকারীরা।
এ দিকে দ্বীপবাসীদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে কক্সবাজার শহর। ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা।
ঘটনাস্থলে এসে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘আপনাদের সঙ্গে আমরা একমত। আপনাদের দাবিগুলো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’
এ সময় স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বলেন, সমাধানের কথা অনেক শুনেছি। যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে চলে যান। বিক্ষোভ করতে থাকেন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা।
আন্দোলনের প্রধান আকতার নূর বলেন, ‘আমরা রোদে পুড়ে যাচ্ছি। তারপরও কেন ডিসি স্যার আসতে পারছেন না।’
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। অনেক পর্যটক আটকে রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’