ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ক্যাম্পাসের অভন্তরে নবীন শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা৷ প্রধান ফটকে ছাড়াও জয় বাংলা গেট (প্রান্তিক গেট) তালা মারেন শিক্ষার্থীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে।
অবস্থা কর্মসূচীতে শিক্ষার্থীদের ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার বিচার চাই’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দায়িত্বরত গার্ড পারভেজ জানায়, ‘শিক্ষার্থীরা সকালে গেটে তালা মেরে দিয়েছে। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দিইনি।’
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী বলেন, ‘আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে আমরা আজকের এই ব্লকেড কর্মসূচি পালন করছি। গতকালকে প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। আমাদের দাবিগুলো পূরণের জন্য প্রশাসন ৪৮ ঘণ্টা সময় নিয়েছে। এর মধ্যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করবো। সিনিয়র সকল ব্যাচকেও আমাদের সঙ্গে সংহতি জানানোর জন্য আহ্বান করবো।’
৫৩ ব্যাচের শিক্ষার্থী আরেক শিক্ষার্থী বলেন, ‘এক মাসের মাথায় আমরা প্রশাসনের পক্ষ থেকে উপহার পেলাম আমাদের বন্ধুর লাশ৷ এর বিচারের দাবিতে আমরা গতকাল থেকে আন্দোলন শুরু করেছি৷ আজ ভোর ছয়টা থেকে আন্দোলন চলছে৷ যে চাকায় আমার বন্ধু লাশ হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো চাকা ঘুরবে না৷’