গোপন সংবাদের ভিত্তিতে চাদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দুই জন ব্যবসায়ীর হেফাজত থেকে তিনটন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ছাড়া ৬০ হাজার টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত স্যারের সার্বিক তত্ত্ববধানে নিষিদ্ধ ঘোষিত এ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা এসি ল্যান্ড মো: আল এমরান খান।
এ সময় বাজার ব্যবসায়ীদের পলিথিন ব্যবহারে নিরুতসাহিত করা হয় এবং পুনরায় ব্যবহারযোগ্য পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেয়া হয়