২০ জানুয়ারি ২০২৫, সোমবার

আইনের আশ্রয় নেওয়ার সুযোগ না দেয়া কি মানবাধিকার লঙ্ঘন নয়— প্রশ্ন আবু হানিফের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন,আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিসবে আমার প্রশ্ন,কোন ওয়ারেন্ট ছাড়া সাদা পোশাকে তুলে নেওয়া, আইনের আশ্রয় নেওয়ার সুযোগ না দেওয়া কি, মানবাধিকার লঙ্ঘন নয়?

তিনি পোস্টে লিখেন, গত ২৭ জুলাই রাত ১ টায় আমাকে নারায়ণগঞ্জের বাসা থেকে তুলে নিয়ে যায় নিয়ে যায় র‍্যাব। এসময় আমার ছোট ভাইকেও নিয়ে যায়।পরে গাড়িতে তোলার সময় আমার ভাইকে ছেড়ে দেয়। আমার বাসায় চারপাশে ঘিরে পেলে কমপক্ষে ৩০/৪০ জন, সবাই সাদা পোশাকে, আমাকে মাইক্রো বাসে তোলার পর দেখি র‍্যাবের পোশাক পরা দুজন, তারপর আমাকে চোখ বেঁধে ফেলে। সাদা পোশাকে নিয়ে যাওয়ায় আমার পরিবার ভেবেছিলো তারা ডিবি। এর পর কোথায় নিয়ে যায় জানি না,একসময় গাড়ি থামার পর একটা রুমে নিয়ে যায় সেখানে দেখলেই বুঝা যায় টর্চার সেল, সেখানে অনেক সময় আমাকে চোখ,হাত বেঁধে নির্যাতন করে জিজ্ঞাসাবাদ করে। তার বার বার বলছিলো তাদের প্রশ্নের উত্তর দিলে আমাকে ছেড়ে দিবে।

রাত ৩ টায় একটা রুমে নিয়ে যায় সেখানে ছোট একটা লেখা চোখে পরে র‍্যাব ১১ আদমজীনগর, তখন বুঝতে পারি এটা নারায়ণগঞ্জ। ২৪ ঘন্টা র‍্যাবে রাখার পর তারা শনিবার রাত ১ টায় নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করে সেখানে ডিবি ২০ ঘন্টা রেখে রাতে কোর্টে না তুলেই কারাগারে পাঠায়। আটক থাকা অবস্থা র‍্যাব ও ডিবিকে বার বার বলছিলাম আমার পরিবার কে জানাতে তারপরও তারা পরিবার কে জানায়নি। নিখোঁজ দুদিন আমার বোন আর ভাই নারায়ণগঞ্জ থানায়,ডিবিতে,ঢাকার সিএমএম কোর্ট,ডিবির হেডকোয়ার্টারে ঘুরেছে আমার সন্ধানে। কিন্তু কেউ কোন সন্ধান দেয়নি।

সর্বশেষ নিউজ