১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

গুজরাটের আদালতে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদক

দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মানহানিকর মন্তব্যের মামলায় রাহুল গান্ধীকে এই কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার গুজরাটের একটি আদালত তাকে এই রায় দেয়।কিন্তু এদিকে রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে তাকে ৩০ দিনের জামিন মঞ্জুর করেছে আদালত। এ সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন এই কংগ্রেস নেতা।

কিন্তু সমস্যা হলো, দুবছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড প্রাপ্ত হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজের বিধান রয়েছে ভারতের জনপ্রতিনিধিত্ব আইনে। ফলে রাহুল গান্ধী সেই আশঙ্কায়ও রয়েছে।

(এইদিনএইসময়/২৩মার্চ/তানিয়াবীথি)

সর্বশেষ নিউজ