নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের ১৫ বছর বয়সী কন্যার বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
বাল্যবিয়ের শিকার হতে যাওয়া ওই স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে।
ইউএনও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতসহ সরেজমিনে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ১৮ বছরের আগে বিয়ে না দিতে বর-কনে দুই পক্ষের অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়।
ভ্ম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।