২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না: শেরিফা কাদের

spot_img

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক সংসদ সদস্য শেরিফা কাদের বলেছেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে দেশের মানুষ অসহনীয় কষ্টে আছেন। প্রতিদিনই দু’একটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দেখার যেনো কেউ নেই। বাজার ব্যবস্থাপনায় সরকার পুরোপুরি ব্যার্থ। অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। অথচ, মানুষের আয় বাড়ছে না। তাই, প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায়, জীবন রক্ষাকারী অসুধ ও শিশু খাদ্যও কিনতে পারছে না সাধারণ মানুষ।

রবিবার দুপুরে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষ্যে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শেরিফা কাদের এসব কথা বলেন।

শেরিফা কাদের আরো বলেন, দেশের মানুষ বিতর্কিত নির্বাচন মেনে নেবে না।

তিনি  বলেন, এক যুগ হলো একটি প্রজন্ম ভোটাধিকার অর্জন করেছে কিন্তু তারা এখনো ভোট দিতে পারেনি। তাই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। আমরা মানুষের সকল অধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান শেরিফা কাদের।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, মোতাহার হোসেন শাহীন, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ পারভেজ, মুকুল।

সর্বশেষ নিউজ