নিজস্ব প্রতিবেদক
দুর্যোগও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কাল্পেলি সাক্ষাৎ করেছেন।
- রোববার সাক্ষাতকালে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। এসময় কান্ট্রি ডিরেক্টর বাস্তুচ্যুত এসকল মিয়ানমার নাগরিকের সহায়তাদানে বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করেন। কক্সবাজারের ক্যাম্পসমূহে এ নাগরিকদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সিলেট বিভাগসহ সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষজনের নিকট শুকনো ও রান্না করা খাদ্যসামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়।