১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কাল্পেলি সাক্ষাৎ করেছেন।

  1. রোববার সাক্ষাতকালে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। এসময় কান্ট্রি ডিরেক্টর বাস্তুচ্যুত এসকল মিয়ানমার নাগরিকের সহায়তাদানে বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করেন। কক্সবাজারের ক্যাম্পসমূহে এ নাগরিকদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সিলেট বিভাগসহ সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষজনের নিকট শুকনো ও রান্না করা খাদ্যসামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়।

সর্বশেষ নিউজ