সিলেট প্রতিনিধি
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ডা. রামেন্দ্র কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের বেসরকারি ল্যাব এইড হাসপাতাল থেকে রামেন্দ্র কুমারকে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, ২০১৮ সাল থেকে ঐ তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ডা. রামেন্দ্র কুমার। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ডা. রামেন্দ্র কুমার।
রোববার সন্ধ্যায় পুলিশের কাছে অভিযোগ করার পর ল্যাব এইড হাসপাতাল থেকে ডা. রামেন্দ্র কুমারকে গ্রেফতার করা হয়।