১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার

দূষিত শহরের শীর্ষে ঢাকা, বৃষ্টিতেও বদলায়নি মান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বেশ কিছুদিন ধরেই তীব্র গরমে রাজধানী ঢাকার মানুষের ত্রাহিত্রাহি অবস্থা। তবে গত দুদিন বৃষ্টির দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু এমন বৃষ্টিতেও পরিবর্তন হয়নি মেগাসিটি ঢাকার বাতাসের মান। দূষণ মাত্রায় শীর্ষে অবস্থান করছে শহরটি, বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’।

রোববার (১১ জুন) এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ১০ টার তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান সম্পর্কে এই তথ্য পাওয়া যায়।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ১৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে দেখা গেছে। আর ঢাকার চেয়ে এক পয়েন্ট কম ১৬০ স্কোর নিয়ে দূষিত শহরের দ্বিতীয়স্থানে দেখা গেছে দুবাইয়ের নাম।১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব। শীর্ষ দশ দূষিত শহরের মধ্যে ১১০ স্কোর নিয়ে সবচেয়ে নীচে আছে ভারতের দিল্লি।

দূষিত শহরের তালিকায় ঢাকার শীর্ষে ওঠার খবর এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিশ্বের দূষিত শহরের শীর্ষস্থানে জায়গা পেয়েছে ঢাকা।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

চলতি বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

(এইদিনএইসময়/১১জুন/তাবী)

সর্বশেষ নিউজ