২২ মার্চ ২০২৫, শনিবার

পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে সারোয়ার সাইমের (১৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (১১ জুন) সকালে নগরীর শ্রীরামপুর এলাকার দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ গজ পূর্ব দিকে ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সারোয়ার সাইম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সংলগ্ন এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে। এ ঘটনায় অপর নিখোঁজ শিক্ষার্থীর নাম রিফাত খন্দকার (১৭)। তিনি নগরীর দরগাপাড়ার মৃত খাজা মইউদ্দীনের ছেলে। তারা উভয়েই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, আজ সকালে সাইমের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, স্থানীয় থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

এর আগে, গতকাল (শনিবার) নগরীর শ্রীরামপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রিফাত ও সারোয়ার। পদ্মার চরে ফুটবল খেলা শেষে গোসল করতে নদীতে নামেন তারা। তবে ৯ সদস্যের মধ্যে কেউই ভালোমতো সাঁতার জানতো না। এক পর্যায়ে রিফাত ও সারওয়ার নদীতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

(এইদিনএইসময়/১১জুন/তাবী)

সর্বশেষ নিউজ