জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ শোক প্রকাশ করেন তিনি।
তিনি লেখেন, ক্যাম্পাসসংলগ্ন একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন হাসিবুর। পরে দ্রুত একটি প্রাইভেট মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্ট্যাটাসে ভিপি কায়েম আরও লিখেছেন, সুস্থ-সবল তরুণ এক ছাত্রনেতা, কত স্বপ্ন, কত পরিকল্পনা। কিন্তু কতটা অনিশ্চিত আমাদের জীবন! আল্লাহ ভাইয়ের ভুল-ত্রুটি, সমস্ত গুনাহখাতা মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।