৬ অক্টোবর ২০২৫, সোমবার

সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা টাকা আত্মসাৎ এর অভিযোগ

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
spot_img
spot_img

জন্মনিবন্ধে ইচ্ছাকৃত ভুল,ভুল সংশোধনের নামে বারবার অর্থ গ্রহণ,প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা নিজের পরিবারের নাম্বার দিয়ে আত্মসাৎ করে, বিভিন্ন অনলাইন সার্ভিসে সরকারি ধার্যকৃত ফিসের অতিরিক্ত টাকা আদায় করা, পরিষদের অনৈতিক অর্থনৈতিক সুবিধা আদায়, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনের অপসারণ ও বিচারের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে প্রতাপনগর সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। “আসমা হঠাও প্রতাপনগর বাচাও” এই স্লোগানে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান গাজী।

এ সময় বক্তব্য রাখেন,সমাজ সেবক নূরে-আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কারিমুজ্জামান, সাংবাদিক মাসুম বিল্লাহ, ভুক্তভোগী বেদানা বিশ্বাস, আব্দুস সালাম গাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ ভাতা প্রাপ্তি দের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছেন। এমনকি বয়স্ক ভাতা প্রাপ্তদের নাম্বার পরিবর্তন করে নিজের পরিবারের সদস্যদের নাম্বার দিয়ে টাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি পরেও চেয়ারম্যান কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

প্রতাপনগরের অসহায় জনগণ বারবার মানববন্ধন, বিক্ষোভ প্রতিবাদ করার পরও উপজেলা প্রশাসন আসমার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আগামীতে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান অংশ গ্রহণকারীরা।

সর্বশেষ নিউজ