মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে জমি দখলের চেষ্টা এবং একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল আলিম (৪৮), যিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রোববার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল আলিম, তার ভাই আব্দুল হকসহ আরও ৩–৪ জন সহযোগী মিলে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রফিকের জমি দখলের চেষ্টা চালান।
অভিযোগে বলা হয়েছে, জমিটি নিয়ে রফিকের সঙ্গে মৃত আব্দুল মান্নানের পূর্বে বিরোধ থাকলেও বিষয়টি ২০২২ সালের ২২ অক্টোবর আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়। আদালত ৭ শতাংশ জমির মালিকানা ও দখল রফিকের অনুকূলে প্রদান করেন। প্রায় ৪০ বছর ধরে জমিটি রফিকের দখলে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
কিন্তু আদালতের আদেশ অমান্য করে আব্দুল আলিম তার দলবল নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন এবং তার ভাই, মানিকগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী অফিসেও ভাঙচুর চালান।
ঘটনার পর রফিক থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।