মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।
বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে ১৬ জন শ্রমিক—তাদের প্রাণ যেন রাষ্ট্রের কাছে কোনো গুরুত্বই বহন করে না। প্রতি বছর দেশের নানা প্রান্তে দুর্ঘটনা ও অব্যবস্থাপনায় ঝরে যায় অসংখ্য শ্রমিকের প্রাণ। প্রতিবারই কিছুদিনের শোক, কিছুটা আলোচনা—তারপর আবার পুরোনো চিত্র।
তিনি আরও লেখেন, না থাকে আগাম সতর্কতা, না থাকে জরুরি সেবার আধুনিক প্রস্তুতি। দয়া করে, এই দুষ্টু চক্র থেকে শ্রমিকদের মুক্ত করুন। দেশের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা মানুষগুলোর জন্য আরেকটু দায়িত্বশীল হন। তাদের নিয়ে আর অবহেলা কইরেন না।
মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে প্রশাসন।
ফরহাদের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে একমত প্রকাশ করেছেন।