২২ অক্টোবর ২০২৫, বুধবার

তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। এর মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মোট বিমানসংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।

মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে স্পেনের ট্যুরেল থেকে উড্ডয়ন করে নব-সংযোজিত এয়ারবাসটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪৩৬ আসনবিশিষ্ট এই আধুনিক এয়ারবাসকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউএস-বাংলা

ইউএস-বাংলা জানায়, নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে খুব শিগগিরই সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০। বিমানসংখ্যার হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা।

ইউএস-বাংলা

দেশের অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে আন্তর্জাতিক রুটগুলোতে যেমন—কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু—নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা

সর্বশেষ নিউজ