পঞ্চগড় বাজারের কয়েকজন ব্যবসায়ীর দোকান অনৈতিকভাবে নতুন করে লিজ প্রদানের অভিযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাজার বণিক সমিতি। মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বণিক সমিতির ডাকে দোকান মালিক ও কর্মচারীরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সুমন চন্দ্র দাশ স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাইসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজনগর হাট (পঞ্চগড় বাজার) এলাকার চারটি দোকানঘর প্রায় ছয় দশক ধরে পুরনো ব্যবসায়ীরা ব্যবহার করে আসছেন। সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি গোপনে এসব দোকান নতুন করে লিজ নেওয়ার চেষ্টা করছেন, যা বাজারে অস্থিরতা ও বিভেদ সৃষ্টি করেছে।
বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান বলেন, “কয়েকজনের অনৈতিক চেষ্টার কারণে পঞ্চগড়ের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। এসব দোকানের মালিকদের মধ্যে অনেক বিধবা মা-বোন, বৃদ্ধ ও অবসরপ্রাপ্ত মানুষ রয়েছেন, যারা দোকান ভাড়া দিয়েই সংসার চালান। তাদের এই অধিকার থেকে বঞ্চিত করা মানবিকভাবে অন্যায়।”
তিনি আরও জানান, “আমরা আমাদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বণিক সমিতির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেবেন।