‘অনেকের স্বপ্ন থাকে হেলিকপ্টারে চড়ার, কিন্তু ব্যয়বহুল হওয়ায় সুযোগ হয় না। তারা চাইলেই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় হেলিকপ্টারে চড়ে ঢাকা শহর ঘুরে দেখতে পারবেন। পদ্মাসেতু ও ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরও ঘুরে দেখার সুযোগ রয়েছে মাত্র সাড়ে ১৬ হাজার টাকায়।’ প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান এসব তথ্য জানান।
সোমবার রাজধানীর পূর্বাচল এলাকার কালব রিসোর্টে প্রবাসীর হেলিকপ্টার উদ্বোধন করেন প্রবাসী সিআইপিদের আন্তর্জাতিক সংগঠন ‘এনআরবি সিআইপি’সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী।
ইয়াসিন চৌধুরী বলেন, প্রবাসীরা দেশে ফেরার পর দ্রুতই স্বজনদের কাছে ছুটে যেতে চান, কিন্তু সব জেলায় বিমানবন্দর না থাকায় এবং সড়ক পথ সময়সাপেক্ষ হওয়ায় সেটা সম্ভব হয় না। হেলিকপ্টারও এতদিন সহজলভ্য ছিল না। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গায় এগিয়ে এলো। এমন উদ্যোগে প্রবাসীরা উপকৃত হবে।
তিনি বলেন, অল্প ভাড়ায় এবং সহজে হেলিকপ্টার পাওয়া গেলে অনেক প্রবাসীই সুবিধাটি গ্রহণ করবেন। তারা পরিবার পরিজন নিয়েও ঘুরতে পারবেন।
প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফ্লাইটেক্সি এভিয়েশন লিমিটেডের মহাব্যবস্থাপনা পরিচালক আর কে রিপন, সিইও মো. শরীফ উদ্দিন, হলিটিউনের প্রধান নির্বাহী মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।
(এইদিনএইসময়/১২জুন/এলএ)