১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

শনিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট, রংপুর যাচ্ছেনা কোন বাস 

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

রংপুরের পরিবহন মালিক সমিতি আজ শুক্রবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। তবে তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভাগের ৭ জেলা থেকে রংপুরগামী বাস চলাচল অনেকাংশে বন্ধ হয়ে গেছে।

সন্ধ্যা থেকে রংপুর বাস টার্মিনালে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম থেকে কোনো বাস যেতে দেখা যায়নি।

তবে রংপুর বাস টার্মিনাল থেকে কিছু বাস বিভাগের বিভিন্ন জেলার দিকে ছেড়ে গেছে বলে জানা গেছে।

রংপুরের পরিবহন শ্রমিকরা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকেই রংপুরগামী বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম এবং বিকেলের দিকে তা অর্ধেকে নেমে এসেছে।

সন্ধ্যা সোয়া ৭টা থেকে পরবর্তী ১ ঘণ্টার বেশি সময়ের মধ্যে রংপুর টার্মিনালে অবস্থান করে দেখা গেছে, সেখানে কোনো বাস পৌঁছায়নি।

শুধু কিছু বাস টার্মিনাল ছেড়ে ঢাকা ও অন্যান্য জেলার দিকে রওনা হতে দেখা যায়। এছাড়া, দুরপাল্লার গাড়ি বিশেষ করে ঢাকাসহ অন্যান্য জেলার গাড়ি রংপুরের ওপর দিয়ে অন্যান্য জেলায় যেতে দেখা গেছে।

দিনাজপুরের পরিবহন শ্রমিকরা জানান, দিনাজপুর বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে গেলেও, রংপুরের উদ্দেশে গতকাল সন্ধ্যা থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

দিনাজপুর বাস মালিক সমিতির সভাপতি ভবানী শংকর আগরওয়ালা বলেন, ‘যেহেতু রংপুরের মালিক সমিতি ধর্মঘট ডেকেছে, তাই রংপুরে কোনো গাড়ি যাবে না।’

আগামীকাল শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা রংপুরে জড়ো হতে শুরু করায় বাস মালিকরা তড়িঘড়ি করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ নিউজ