৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

হিরু আলমকে ছেড়ে মুন্নার সঙ্গে নুসরাত

বিনোদন প্রতিবেদক
spot_img

হিরু আলমকে ছেড়ে এবার মুন্না খানের সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান জিমু। ‘হয়তো তুমি সুখেই আছো’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছেন তারা। নির্মল দাসের কথায় গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন সজীব শান। সংগীতায়োজনে ছিলেন সম্রাট আহমেদ।

বৃহস্পতিবার মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। ভিডিও নির্মাণ করেছেন এমএইচ মুন্না।

মডেল মুন্না খান বলেন, নুসরাত জাহান জিমুর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে। আমার বিশ্বাস, আমাদের জুটিটা দর্শক গ্রহণ করবেন। দর্শকদের ভালো লাগলেই আমাদের সার্থকতা।

নির্মাতা এমএইচ মুন্না বলেন, গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওটি নির্মাণ করেছি৷ গানটি চিত্রায়ন করা হয়েছে পুবাইলে। আশা করছি, সবার গানটি ভালো লাগবে।

 

সর্বশেষ নিউজ