২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

থালা বাটি কম্বল শুকনো খাবার আর বোতলজাত পানি নিয়ে সারারাত সমাবেশ স্থলে তারা

রংপুর ব্যুরো
spot_img

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু শনিবার (২৯ অক্টোবর) দুপুরে। তবে পরিবহন ধর্মঘটের কারণে রাত থেকেই দলের মহাসচিবসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

অনেকেই সাথে রেখেছেন থালা বাটি শীতের কম্বল, শুকনা খাবার ও বোতলজাত পানি। নির্ঘুম রাত পার করেছেন হাজার হাজার মানুষ। সমাবেশ স্থলে স্লোগানের পাশাপাশি মাঠে অবস্থান নিয়ে গানবাজনাও করছেন অনেকে। সমাবেশস্থলেই খাওয়া-দাওয়া আর চলে তাবু টাঙিয়ে রাত্রিযাপন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন নেতাকর্মীরা।

বিভাগীয় গণসমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ।

বিএনপি নেতারা জানান, পরিবহন ধর্মঘট বাধা হতে পারেনি। বিকল্প ব্যবস্থায় দলে-দলে আসছেন নেতাকর্মীরা।

 

 

সর্বশেষ নিউজ