চলে গেলেন ‘ইত্যাদির’ কণ্ঠশিল্পী আকবর আলী গাজী। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। আজ রোববার (১৩ নভেম্বর) দুপুরে তিনি মারা যান। (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজিউন)।
এ তথ্য নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবর স্ত্রী কানিজ ফাতেমা। কান্নায় ভেঙ্গে পড়ে আকবরের স্ত্রী বলেন, ‘তাকে (আকবরকে) আর বাঁচানো গেল না। তিনি আমাদের ছেড়ে চলেই গেলেন।