রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঙ্গভবনে পৌঁছেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তারা বঙ্গভবনে পৌঁছান। এর আগে সোমবার বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ার পর মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেন, মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন।
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের নাম ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল বাংলাদেশ পাচ্ছে নতুন রাষ্ট্রপতি।