২০ জানুয়ারি ২০২৫, সোমবার

বিএনপি নালিশ পার্টি: ড. এ কে মোমেন

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বিএনপিকে নালিশ পার্টি বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তাদের মিথ্যাচার নিয়ে আমরা চিন্তিত না। সোমবার (১লা জানুয়ারি) দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি সব সময় অপকর্ম করে। তাদের কিছু লবিস্ট গ্রুপ আছে, যাদের কাজই মিথ্যা-বানোয়াট তথ্য দেয়া। এগুলো দীর্ঘমেয়াদি টিকবে না। যাদের কাছে তারা নালিশ নিয়ে যায় ওই সমস্ত দেশের নিজেদেরও লোক আছে। সুতরাং তাদের মিথ্যাচার নিয়ে আমরা চিন্তিত না। এ সময় বিএনপির কোনো প্রোপ্যাগান্ডায় সরকার প্রভাবিত হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সিলেটের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ কে মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

সর্বশেষ নিউজ