নাগরিকদের আগামী সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট শনিবার (৬ এপ্রিল) এই আহ্বান জানায়।
সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে সোমবার। যদি ৮ এপ্রিল সোমবার শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে পরের দিন ৯ এপ্রিল মঙ্গলবার দেশটিতে ঈদ উৎযাপিত হবে।
যদি সোমবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনের হবে এবং দেশটিতে ঈদ পালিত হবে বুধবার। খবর ইনসাইড দ্য হারামইন।
প্রসঙ্গত, রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো ২৯ এবং ৩০ দিনের হয়ে থাকে। আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর।
গত ১১ মার্চ সৌদি আরবে ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। আগামী সোমবার ৮ এপ্রিল দেশটিতে রমজানের ২৯তম দিন পড়বে।
সৌদিতে চাঁদ দেখা যাওয়া নিয়ে সারা বিশ্বের সব মুসল্লিদের মধ্যে আগ্রহ রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশের মানুষের মধ্যে আগ্রহ বেশি। কারণ সৌদিতে চাঁদ ওঠে গেলে অনেকটা নিশ্চিত হয়ে যান যে পরের দিন তাদের দেশে ঈদ উৎযাপিত হবে।
এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, বাংলাদেশে এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে।