দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ০৬টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অভিযান-০১:
গুলশান ভূমি অফিস, ঢাকা’র সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সরকারি জমি ব্যক্তি মালিকানায় নামজারি করিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট সার্ভেয়ারের বক্তব্য গ্রহণ করে এবং তর্কিত জমিসমূহের দলিলাদি ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত সকল রেকর্ডপত্র যাচাইপূর্বক অভিযোগের সত্যাসত্য নিরূপণ করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
অভিযান-২:
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রণ অফিসার, চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের কার্যালয়, জয়পুরহাট -এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ হতে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয় ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।